দিনাজপুর বীরগঞ্জ উপজেলার পল্লী রাস্তার পাশ্বে থেকে ২ যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্বে নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের কাচা রাস্তার পাশ্বে থেকে ২ যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। দিনাজপুর বীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শাকিলা পারভীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতরা হলেন বীরগঞ্জ উপজেলার দেবীপুর গ্রামের রাজেন্দ্র নাথ রায়ের পুত্র বিপ্লব চন্দ্র রায় (২৫) ও মদনপুর এলাকার আজাহার আলীর পুত্র হানিফুর রহমান (২৮)।
পুলিশের সূত্রটি জানায়, স্থানীয় ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ২ যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। দুপুর ২টায় লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ময়না তদন্ত শেষে নিহত ২ যুবকের লাশ বৃহস্পতিবার বিকেল ৪টায় তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এঘটনায় বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সূত্রটি জানায়, হত্যা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে সূত্রটি নিশ্চিত করেন।