উজান থেকে নেমে আসা পাহাড়ি বন্যায় বাড়তে শুরু করেছে নেত্রকোনার দুর্গাপুরের সকল নদীর পানি। এদিকে সকাল থেকে বাড়তে শুরু করে সোমেশ্বরীর পানি। ধীরে ধীরে পানি বেড়ে নদীর দুই তীর ভরে ফুলে ফেঁপে উঠেছে সোমেশ্বরী। আর বিকাল ৫টা নাগাদ বন্যার পানি ছোঁয়ে ফেলে বিপদসীমা।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, টানা কয়েক দিন ধরে উজান বৃষ্টি হচ্ছে। আর এই পানি ভাটিতে নেমে বাড়তে শুরু করে সোমেশ্বরী পানি। গতকাল রাতে পানি বাড়লেও তা ভোরের দিকে কমতে শুরু করে। ভোরে আবার উজানে ভারী বৃষ্টি কারণে সকাল থেকেই নতুন করে সোমেশ্বরীতে পানি বাড়তে থাকে। আর দুপুরের পর থেকে বিপদসীমা ১২.৪৩ সেন্টিমিটার পাড় হয়ে ০.৩০ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজানে বৃষ্টি বন্ধ হলে নদীর পানিও কমতে থাকবে।
নদীর তীরবর্তী বাসিন্দারা জানায়, এবছর এখন পর্যন্ত এটাই বড় বন্যা। ফলে আমাদের নদী পারাপারে বেগ পেতে হচ্ছে। আর এখনো বাড়ী ঘরে পানি না উঠলেও যেভাবে পানি বাড়ছে তাতে করে বাড়ি ঘরে পানি উঠতে বেশি সময় লাগবেনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম বলেন, বন্যায় মোকাবেলায় আমরা সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। ইতি মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা গুলোও চিন্তিত করেছি। আর সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।





