বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআই এর এজেন্ট মেহমুদের মুঠোফোনের কথোপকথনকে নির্বাচন বিরোধী ষড়যন্ত্র দাবি করে তার বিরুদ্ধে দাউদকান্দি থানায় রাষ্ট্রদোহীতার অভিযোগ করেছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।
ড. খন্দকার মোশারফ হোসেন কুমিল্লা-০১ ও কুমিল্লা-০২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী।
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বলেন, বুধবার রাতে একটি গণমাধ্যমে অভিযুক্ত দুইজনের সংলাপটি প্রকাশ হয়। এতে বোঝা যায় তারা নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য ষড়যন্ত্র করে রাষ্ট্রবিরোধী অপরাধ করেছেন। তাই দাউদকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, উপজেলা চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলীর অভিযোগটি গ্রহণ করেছেন। এটি খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।