বা‌গেরহাটে বিদ্যুতা‌য়িত হ‌য়ে মাদ্রাসার নাইটগার্ড নিহত

ছবি : সংগৃহীত

সারা দেশ

বা‌গেরহাটে বিদ্যুতা‌য়িত হ‌য়ে মাদ্রাসার নাইটগার্ড নিহত

  • বা‌গেরহাট প্র‌তি‌নি‌ধি
  • প্রকাশিত ৪ মে, ২০১৯

বা‌গেরহা‌টের রামপা‌লে বিদ্যুতা‌য়িত হ‌য়ে দেলজাহান শেখ (৫০) না‌মের এক মাদ্রাসার নৈশ প্রহরী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রা‌তে তার কর্মস্থল রামপা‌লের গৌরম্বা ইউ‌নিয়‌নের হজরত আবুবকর সি‌দ্দিকীয়া আলীম মাদ্রাসার এক‌টি ক‌ক্ষে বিদ্যু‌তের তা‌রে জ‌ড়ি‌য়ে তি‌নি নিহত হন। নিহত দেলজাহান শেখ গৌরম্বা গ্রা‌মের শাজাহান শে‌খের ছে‌লে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান এই তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

গৌরম্বা ইউ‌পি চেয়ারম্যান গিয়াশ উদ্দীন জানান, রা‌তে মাদ্রা‌টির এক‌টি ক‌ক্ষে নৈশ প্রহরী দেলজাহান শেখ অবস্থান কর‌ছি‌লেন। কোন এক সময় তি‌নি বিদ্যু‌তের তা‌রে জ‌ড়ি‌য়ে নিহত হন। প‌রে ওই মাদ্রাসার একজন শিক্ষক রু‌মের সাম‌নে এ‌সে ডাকাডা‌কি ক‌রে সাড়া না পে‌য়ে স্থানীয়‌দের সহায়তায় দরজা ভে‌ঙ্গে তা‌কে বিদ্যু‌তের তা‌রে জড়ি‌য়ে মৃত অবস্থায় দেখ‌তে পান। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads