বাগেরহাটে মাদক নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

বাগেরহাটে মাদক নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ২ জানুয়ারি, ২০২০

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মাদক নিয়ন্ত্রন সপ্তাহ উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট বহুমুখি কলেজিয়েট স্কুল চত্বরে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. শাহীনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন, সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বুলু শেখ প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, মাদক একটি সমাজ, জাতি তথা দেশকে ধ্বংস করে দিতে পারে। তাই মাদকের ছোবল থেকে মুক্তি পেতে হলে সকলকে আরও সচেতন হতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads