বাগেরহাটের ফকিরহাটে মাইক্রোবাসের ধাক্কায় মুফতা আক্তার (৬) নামের এক শিশু নিহত হয়েছে। আজ রোববার দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাঁঠালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুফতা আক্তার ফকিরহাট উপজেলার কাঁঠালতলা গ্রামের মুক্ত শেখের মেয়ে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করলেও মাইক্রোবাসটি পালিয়ে গেছে।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার এসআই মলয়েন্দ্র নাথ জানান, মুফতা আক্তারকে তার বাবা মহাসড়কের পাশে একটি সেলুনে চুল কাটাতে নিয়ে যান। সেলুনে ভিড় থাকায় তার বাবা তাকে সেলুনে বসতে বলে বাইরে আসেন। এসময় মেয়েটি সেলুন থেকে বের হয়ে বাবাকে খুঁজতে বাইরে এসে অসাবধনতানবসত রাস্তা পার হতে গেলে বাগেরহাটগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।