বাগেরহাটের শরণখোলায় পাঁচ হাজার টাকার জাল নোটসহ মহিদুর রহমান (৬২) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ । রোববার দুপুরে শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার থেকে তাকে আটক করা হয়। আটক মহিদুর রহমান হাওলাদার ধানসাগর ইউনিয়নের দক্ষিণ বাধাল গ্রামের মৃত মো. আব্দুল গফুর হাওলাদারের ছেলে ।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কুমার সরকার জানান, দুপুরে খবর পেয়ে রায়েন্দা বাজারের ফল পট্রি এলাকা থেকে পাঁচ হাজার নতুন টাকাসহ মহিদুর রহমান নামের এক বৃদ্ধকে আটক করা হয়েছে । আটক মহিদুর রহমান তার শ্যালকের তিন ছেলে ও এক মেয়ের জন্য প্রায় ১৫ হাজার টাকার কাপড়চোপড়,জুতা ও অন্যান্য বাজার করেন। টাকাগুলো পরিক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে।