দুর্ঘটনা

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় ২জন নিহত

  • ''
  • প্রকাশিত ৩ ডিসেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি:

বা‌গেরহা‌টে সড়ক দূর্ঘটনায় ২জন নিহত হ‌য়ে‌ছে। রোববার সকা‌লে বা‌গেরহাট-পি‌রোজপুর মহাসড়‌কের বৈটপুর এলাকায় খুলনা থে‌কে ব‌রিশালগা‌মি ধান‌শি‌ড়ি প‌রিবহা‌নের এক‌টি দ্রুতগ‌তির বাসের সা‌থে দু‌টি মটরসাই‌কেল ও এক‌টি ব‌্যাটারী চা‌লিত ই‌জিবাই‌কের সা‌থে ত্রিমু‌খি সংঘ‌র্ষে এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন, বা‌গেরহা‌টের শরন‌খোলা উপ‌জেলার সোনাতলা গ্রা‌মের মান্নান জমাদ্দা‌রের ছে‌লে মিজান জমাদ্দার (৩৫) ও ফারুক খা‌নের ছে‌লে রা‌ব্বি খান (২৫)। এসময় ফয়সাল হো‌সেন (২৮) ও র‌নি (২৫) না‌মের দুইজন গুরুতর আহত হয়। তা‌দের প্রথ‌মে বা‌গেরহাট সদর হাসপাতালে প‌রে অবস্থার অব‌নিত হ‌লে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

বা‌গেরহাট জেলা পুলিশের মিডিয়াসেলের প্রধান পরিদর্শক বাবুল আক্তার জানান, খুলনা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ধানসিঁড়ি পরিবহনের একটি বাস ও মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে এই সড়ক দুর্ঘটনা ঘটে। আহ‌দের উদ্ধার ক‌রে বা‌গেরহাট সদর হাসপাতা‌লে নেয়া হয়ে‌ছে। বাস‌টি পু‌লি‌শের হেফাজা‌তে র‌য়ে‌ছে ত‌বে চালক পা‌লি‌য়ে গে‌ছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads