সৌদি আরব বাংলাদেশের উন্নয়নের অংশ হতে চায় বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ। গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় রিয়াদের রাজকীয় প্রসাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে তিনি এ আগ্রহ প্রকাশ করেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। তিনি গতকাল বৃহস্পতিবার মদিনা থেকে জেদ্দা যাওয়ার সময় উড়োজাহাজে সাংবাদিকদের এ বৈঠকের বিষয়ে জানান।
শহীদুল হক বলেন, ‘অত্যন্ত উষ্ণ ও হূদ্যতাপূর্ণ’ পরিবেশে আধঘণ্টার বেশি সময় ধরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশে এখন অনেক কিছু ঘটছে জানিয়ে বৈঠকে যুবরাজ বলেন, ‘আমি বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে জানি। বাংলাদেশের এই উন্নয়নের অংশ হতে চাই।’
সৌদি যুবরাজ বাংলাদেশে সৌদি প্রতিনিধি ও বিশেষজ্ঞ দল পাঠানোর নির্দেশ দিয়ে যুবরাজ এ সময় বলেন, কোন খাতে বিনিয়োগ করা যায় বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিনিয়োগ করবে সৌদি আরব। এ সময় প্রতিরক্ষা খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার ওপর জোর দেন মোহাম্মদ। তিনি বলেন, এই সহযোগিতা বিভিন্ন ক্ষেত্রে চলতে থাকবে।
এ প্রসঙ্গে শহীদুল হক বলেন, ‘মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ খুব পরিষ্কারভাবে বাণিজ্য ও বিনিয়োগ এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতার কথা বলেছেন। তাই সৌদি আরবের বড় বিনিয়োগ হবে বলে আশা করি।’ প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে সৌদি যুবরাজ তা গ্রহণ করেন বলেও জানান পররাষ্ট্র সচিব।
প্রধানমন্ত্রী ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, নিজেদের মধ্যে সংঘাত এড়িয়ে সবাই মিলে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা দরকার। এই প্রসঙ্গে মোহাম্মদ বলেন, ‘আমরাও চাই সবাই মিলে শান্তিতে থাকুক।’
বৈঠকের প্রাণবন্ত পরিবেশের কথা তুলে ধরে শহীদুল হক বলেন, প্রধানমন্ত্রী ২০০৯ সাল থেকে ছয়বার সৌদি আরব সফরের কথা উল্লেখ করলে যুবরাজ বলেন, ‘তাহলে আপনি অর্ধেক সৌদি।’
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, আইসিটি সচিব জুয়েনা আজিজ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব রৌনক জাহান প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
গত বুধবার স্থানীয় সময় দুপুরে রিয়াদের রাজপ্রাসাদে শেখ হাসিনার সঙ্গে বাদশাহ সালমানের বৈঠক হয়। পরে তারা মধ্যাহ্নভোজে অংশ নেন। সৌদি বাদশাহর আমন্ত্রণে চার দিনের সফরে গত মঙ্গলবার সৌদি আরব পৌঁছান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার তিনি মক্কায় ওমরাহ পালন করেন। আজ শুক্রবার তার দেশে ফেরার কথা রয়েছে। বিডিনিউজ
                                
                                
                                        
                                        
                                        
                                        




