ইউরো ন্যাশনস লিগে ফ্রান্সের বিরুদ্ধে ১-২ গোলে হারের পর প্রশ্ন উঠে গেল জোয়াকিম লো’র ভবিষ্যৎ নিয়ে। শোনা যাচ্ছে, জার্মান কোচের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন জার্মান ফুটবল ফেডারেশনের কর্তারা। বিশ্বজয়ী কোচের কাছে জানতে চাওয়া হবে জার্মান দলের কোথায় সমস্যা হচ্ছে? লো’কে নতুন চুক্তিপত্র দেওয়া হলেও তাকে বরখাস্ত করার কথা ভাবছে ডিএফবি।
জার্মান মিডিয়ার দাবি, লো’র সঙ্গে নাকি সিনিয়র ফুটবলারদের ঠান্ডাযুদ্ধ চলছে। যার প্রভাব পড়ছে জার্মানির পারফরম্যান্সের ওপর। লো’কে যদি শেষ পর্যন্ত বরখাস্ত করা হয়, তাহলে জার্মান দলের কোচ কে হবেন তা নিয়েও আলোচনা করছেন জার্মান ফুটবল ফেডারেশনের কর্তারা।
                                
                                
                                        
                                        
                                        
                                        




