দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা না থাকায় দেশের চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
আজ বুধবার আবহাওয়া অধিদফতরের এক বিশেষ বুলেটিনে এ কথা বলা হয়েছে।
বুলেটিনে বলা হয়, ভারতের ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে লঘুচাপ হিসাবে ভারতের মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন উত্তরপ্রদেশ এলাকায় অবস্থান করছে। এটি পরবর্তীতে মৌসুমী অক্ষের সাথে একীভূত হতে পারে।
এতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।
বুলেটিনে আরও বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমূদ্র বন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আজ (১৮ জুলাই ২০১৮) সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয় ওই বুলেটিনে।
 
                                 
                                 
                                         
                                         
                                         
                                        





