রাজধানীর বনানীর ভয়াবহ আগুনে আহত একজন শনিবার মারা গেছেন। এ নিয়ে গতকাল বৃহস্পতিবারের দুর্ঘটনায় নিহতের মোট সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে।
আজ শনিবার দুপুরের দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আবু হেনা মোস্তফা কামাল (৪০) মারা যান।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য জানিয়েছেন।
রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের বহুতল ভবন এফআর টাওয়ারে বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ আগুন লাগে। এতে ২৫ জন নিহত এবং প্রায় ৭০ জন আহত হন।