বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে আওয়ামী লীগ রাজনীতি করে : শিল্পমন্ত্রী

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে আওয়ামী লীগ রাজনীতি করে : শিল্পমন্ত্রী

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জুন, ২০১৯

শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে আওয়ামী লীগ রাজনীতি করে। আওয়ামী লীগ গণতন্ত্রের রাজনীতি করে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আজ উন্নয়নের  রোল মডেল হিসেবে গড়ে তুলেছেন। বাংলাদেশে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠার ফলে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। বর্তমান সরকার বাংলাদেশ প্রায় দেড় কোটি মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। 

গতকাল শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর সাহেপ্রতাপে জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ২০১৯-২১ সালের নর্বনিবাচিত কমিটির অভিষেক ও অনুদান প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কর্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক নৌমন্ত্রী শাজাহান খাঁন, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, নরসিংদী ০৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভুইয়া মোহন, থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লা, জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও ক‍াভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লা ও শিল্পমন্ত্রী শ্রমিকদের কল্যাণে অনুদানের চেক তুলে দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads