আসন্ন বগুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি থেকে ছয়জন মনোনয়ন চেয়েছেন। গত সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে শহর বিএনপির মতবিনিময় সভায় পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপ্রত্যাশীদের বিষয়ে আলোচনা করা হয়। মেয়র পদে মনোনয়নপ্রত্যাশীরা হলেন— বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বগুড়া পৌরসভার বর্তমান মেয়র এ কে এম মাহবুবর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছাইফুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি কে এম খায়রুল বাশার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা মহিলা দলের সভাপতি লাভলী রহমান।
শহর বিএনপির আহ্বায়ক মাহবুবর রহমান বকুলের সভাপতিত্বে সভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ, যুগ্ম আহ্বায়ক ছাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, সদস্য রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনাসহ জেলা ও শহর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতারা।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খায়রুল বাশার জানান, সোমবার শহর বিএনপির সভায় আসন্ন বগুড়া পৌরসভা নির্বাচনে বিএনপি থেকে ছয়জন মনোনয়ন চেয়েছেন। সভায় পৌরসভার ওয়ার্ডগুলোর সুপার ফাইভ করে প্রতিনিধি ছিলেন। সভায় মেয়র প্রার্থীর বিষয়ে ওয়ার্ডের নেতাদের মতামত নেওয়া হয়। এই মতামত কেন্দ্রে পাঠানো হবে। পরে মেয়র পদের প্রার্থীর ঘোষণা দেওয়া হবে। তিনি আরো বলেন, মঙ্গলবার (গতকাল) থেকে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুকদের কাছে দলীয় মনোনয়ন বিক্রি শুরু হবে।