বগুড়ার সাবগ্রামের পাল পাড়ায় রোববার রাতে সম্রাট নামে এক সন্ত্রাসীকে কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্রাটের নামে হত্যা, ডাকাতি, মারপিট ও অস্ত্র আইনে চারটি মামলা রয়েছে।
নিহত সম্রাট সাবগ্রাম পালপাড়ার কালিপদ দাসের ছেলে।
রাতে সম্রাট ওই এলাকায় গেলে কয়েকজন যুবক তাকে কুপিয়ে হত্যা করে মৃতদেহ ফেলে মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বালু ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকান্ড হয়েছে বলে স্থানীয়দের ধারণা। তিন মাস আগে সম্রাটের বিরুদ্ধে সাবগ্রাম এলাকায় মানববন্ধন করে করে স্থানীয় লোকজন। এরপর থেকে সম্রাট এলাকা ছেড়ে শহরের বসবাস করত।
বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবির হত্যাকান্ডের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বলেছেন, সম্রাটের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মারপিট ও অস্ত্র আইনে চারটি মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।