বগুড়ার বিদ্যুৎ স্পর্শে এনামূল হক নামের এক থাই মিস্ত্রির সহযোগীর মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে ধুনট উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত এনামূল হক উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর গ্রামের ইন্টু প্রামানিকের পুত্র।
পৌর কাউন্সিলর আলী আজগর মান্নান জানান, শুভ ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলায় থাই দিয়ে রুমের পার্টিশন তৈরি করা হচ্ছিল। দুপুরে থাই কাটার সময় বোর্ড থেকে বিদ্যুৎ সংযোগ নেওয়ার সময় থাই মিস্ত্রির সহযোগী এনামূল বিদ্যুৎ স্পর্শে আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে তার অবস্থার অবনতি হলে তাকে পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, বিদ্যুৎ স্পর্শে একজন থাই শ্রমিকের মৃত্যু হয়েছে। কিন্তু এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি।