ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দমুখর দিন কাটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার গণভবন চত্বরে খেলাধুলারত শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান তিনি। এদিন গণভবনে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশের অনুষ্ঠান ছিল। একই দিনে সেখানে ছিল ২০১৯ শিক্ষাবর্ষে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান। নির্ধারিত কার্যক্রম শেষে বঙ্গবন্ধুকন্যাকে শিশুদের সঙ্গে মিশে যেতে দেখা যায়। গণভবনের লনে তিনি কখনো এক শিশুর দোলনা দুলিয়েছেন, কখনো রাইডে স্লিপ কেটে আসা শিশুকে আগলে নিয়েছেন বুকে। শেখ হাসিনার ব্যক্তিগত চিত্রগ্রাহক ইয়াসিন কবির জয় আনন্দমুখর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে ফেসবুকে দিয়েছেন। এরপরই শিশুদের খেলার সঙ্গী হয়ে ওঠার এই মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর আগে সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। পরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় যেন কোনো ব্যাঘাত না হয় সেজন্যই নতুন বছরের শুরুতে তারা বই পেয়ে যাবে। সারা দেশে আগামী পহেলা জানুয়ারি উৎসব উদযাপন করা হবে। আগামী শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ শিক্ষার্থীকে দেওয়া হবে ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি বই।





