সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে ছবি প্রকাশ ও মন্তব্য চট্টগ্রামে এক যুবককে আটক করেছে র্যাব। আজ বুধবার ভোরে নগরের চান্দগাঁওয়ের বলিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম তোফাজ্জল হোসেন হেলাল (৪০)। তার বাড়ি ভোলা জেলার দৌলতখান এলাকায়। তার বাবার নাম নাজির আহমেদ।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার মাশকুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানহানিকর মন্তব্য ও ছবি ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রকাশ করেছেন তোফাজ্জল। তাই তাকে আটক করা হয়েছে। এ সময় তার মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।





