ফের ইরানি কমান্ডার নিহত

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্য

ফের ইরানি কমান্ডার নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ৭ মার্চ, ২০২০

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল কাশেম সোলাইমানি নিহত হওয়ার রেশ কাটতে না কাটতেই সিরিয়ায় আরেক কমান্ডার নিহত হয়েছেন।

শুক্রবার (০৬ মার্চ) ওই কমান্ডার কিভাবে নিহত হয়েছেন তা বিস্তারিত প্রকাশ করা হয়।

শুক্রবার নিহত হওয়া ওই কমান্ডারের নাম ফরহাদ দাবিরিয়ান। তিনি ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর জ্যেষ্ঠ সদস্য। শনিবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

ফার্স নিউজের খবরে তাকে দামেস্কোয় শিয়া মুসলমানদের পবিত্র স্থান সাইয়েদা জয়নবের মাজারের সুরক্ষাকারী আখ্যায়িত করা হয়েছে। মধ্যসিরিয়ার প্রাচীন শহর পালমিরার একজন সাবেক কমান্ডার ছিলেন ফরহাদ।

মানবাধিকার গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, বিপ্লবী গার্ডসের এক জ্যেষ্ঠ সদস্য দক্ষিণ দামেস্কোয় সাইয়েদা জয়নব এলাকায় আত্মঘাতীর শিকার হয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads