ফুলবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, শিক্ষকসহ নিহত ২

ছবি : সংগৃহীত

দুর্ঘটনা

ফুলবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, শিক্ষকসহ নিহত ২

  • ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ জুন, ২০১৯

দিনাজপুরের ফুলবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুল শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক স্কুল শিক্ষিকা গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল সোয়া চারটায় উপজেলার পৌর এলাকার চাঁদপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কাজিহাল ইউনিয়নের আজমপুর চোকিয়াপাড়া গ্রামের মৃত মছির উদ্দিন মোল্লার ছেলে দাদুল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জালাল উদ্দিন মোল্লা (৫৫) ও পৌর শহরের দক্ষিণ কৃষ্টপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে মেহেদী হাসান (২৫)। গুরুতর আহত হয়েছেন নিহত জালাল উদ্দিনের স্ত্রী স্কুল শিক্ষিকা ফেরদৌসী আরা বেগম (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মত স্কুল শেষে জালাল উদ্দিন মোল্লা তা স্ত্রীকে সাথে নিয়ে আটপুকুর থেকে মোটরসাইকেল যোগে ফুলবাড়ী পৌর শহরের সুজাপুরস্থ নিজ বাড়িতে আসার সময় চাঁদপাড়া কবরস্থন নামক স্থানে ফুলবাড়ী থেকে কৃষ্টপুর গ্রামের বাড়িতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে যাবার সময় মুখোমুখি সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই জালাল উদ্দিনের মৃত্যু ঘটে। মুমুর্ষূ অবস্থায় রংপুর মেডিকেল হাসপাতালে নেওয়ার সময় পথে মেহেদী হাসানেরও মৃত্যু ঘটে। তবে মুমুর্ষূ অবস্থায় শিক্ষিকা ফেরদৌসী আরা বেগমকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে শিক্ষক জালাল উদ্দিনের মৃত্যুর সংবাদে শহরজুড়ে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads