চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার অভিযুক্ত ধর্ষক বাবাকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, গত ২২শে সেপ্টেম্বর ফরিদগঞ্জে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করে।
ধর্ষিতা মেয়ের মা জানান, তার স্বামী তার মেয়েকে বিয়ে দিবে না বলেও হুমকি দেয়।
ধর্ষিতা মেয়ের মা আরো জানান, ধর্ষিত হয়েও মেয়েটি বাবার ভয়ে চুপ করে ছিল। আমি বাড়িতে না থাকায় বিষয়টি খুলে বলার সাহস পায়নি। কিন্তু এরই মধ্যে প্রায় সময় নরপিশাচ বাবা মেয়েটিকে পূর্বেও একের পর এক ধর্ষণ করে আসছিলেন।
পুলিশ জানায়, এ ঘটনা অভিযুক্তের মা এর চোখে পড়লে তাকেও মেরে ফেলার হুমকি দেয়।
গত ২৫ সেপ্টেম্বর মেয়ের মা মেয়েটিকে ঢাকায় নিয়ে যায়। সেখানে গেলে মেয়ে তার মাকে নিজ বাবার নির্মম ঘটনা খুলে বলে। মেয়েটির মা দ্রুত ঢাকা থেকে এলাকায় আসে এবং নিজ শাশুড়ির মুখের বর্ণনা শুনে ফরিদগঞ্জ থানায় ধর্ষক মনির হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
এদিকে এ ব্যপারে এলাকাবাসী জানান, অভিযুক্ত ধর্ষক আগে থেকে এলাকায় মাদক ও ইভটিজিংয়ের সাথে জড়িত।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রকিব জানান, ধর্ষণ এখন ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। বাবার কাছেও নিজের মেয়ের ইজ্জতের নিরাপত্তা নেই। যার বাস্তব প্রমাণ এ ঘটনা।
তিনি আরো জানান, ধর্ষক মনির বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলার সকল কাগজপত্র তৈরি করে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আর মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা নিরিক্ষা শেষে মায়ের হেফাজতে দেওয়া হয়েছে।





