ফখরুল ছাড়া বিএনপির নির্বাচিত সব এমপির শপথ গ্রহণ

সংগৃহীত ছবি

জাতীয়

ফখরুল ছাড়া বিএনপির নির্বাচিত সব এমপির শপথ গ্রহণ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ এপ্রিল, ২০১৯

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নিলেন বিএনপি থেকে নির্বাচিত আরও চারজন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির যে ছয়জন নির্বাচিত হয়েছিলেন তাদের মধ্যে দলটির মহাসচিবই ছাড়া বাকী সবাই শপথ নিলেন। এরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো: আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুন অর রশীদ, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন ও ব্রাক্ষণবাড়িয়া-২ আসনের উকিল আব্দুল সাত্তার ভুঁইয়া।

আজ সোমবার বেলা পাঁচটার দিকে নির্বাচিত চারজন সংসদ ভবনে প্রবেশ করেন। পরে তাদের শপথ বাক্য পাঠ করান স্পীকার শিরিন শারমিন চৌধুরী।

গত ৩০শে ডিসেম্বর সম্পন্ন হওয়া সংসদ নির্বাচনে বিএনপি থেকে ছয়জন নির্বাচিত হয়েছিলেন।

এর মধ্যে ঠাকুরগাঁও-৩ থেকে নির্বাচিত জাহিদুর রহমান আগেই শপথ নিয়েছেন।

আজ আরও চারজন শপথ নেয়ায় দলটির একমাত্র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরই শপথ নেয়া থেকে বাকী রইলেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচিতদের শপথ গ্রহণ না করার পক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নিয়মানুযায়ী সংসদের প্রথম বৈঠকের দিন থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচিতদের শপথ নিতে হয়। তবে স্পীকার চাইলে ওই সময় বাড়াতে পারেন।

কিন্তু যদি শপথ নির্বাচিত কেউ না নেন এবং স্পীকারও সময় না বাড়ান তাহলে ওই আসনে নতুন করে নির্বাচনের বিধান রয়েছে।

বর্তমান সংসদের প্রথম অধিবেশন বসেছিলো গত ৩০শে জানুয়ারি এবং সে হিসেবে আজই নির্বাচিতদের শপথ গ্রহণের সময়সীমা উত্তীর্ণ হওয়ার কথা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads