ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

প্রিমো এস৬ ইনফিনিটি : ফেস আনলক সুবিধার ফোরজি স্মার্টফোন

  • শাহাদাত হোসেন
  • প্রকাশিত ১৮ এপ্রিল, ২০১৮

ওয়ালটন সম্প্রতি বাজারে এনেছে ফোরজি স্মার্টফোন প্রিমো এস৬ ইনফিনিটি। স্মার্টফোনটি এর আগের মডেল প্রিমো এস৬-এর আপডেটেড সংস্করণ। অন্যান্য ফিচারের পাশাপাশি এই ফোনের বিশেষ ফিচার হলো ফেস আনলক প্রযুক্তি।

স্মার্টফোনটির বিস্তারিত রিভিউ দেখে নেওয়া যাক-

ডিজাইন : স্টাইলিশ ডিজাইনের প্রিমো এস৬ ইনফিনিটি বেশ হালকা। ব্যাটারিসহ এর ওজন ১৪৬ গ্রাম। প্রিমিয়াম লুকসমৃদ্ধ ফোনটি মাত্র ৮.১ মিলিমিটার পুরু। সোনালি, নীল ও ধূসর রঙে ফোনটি বাজারে আনা হয়েছে।

ডিসপ্লে : ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫.৫ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, যার আসপেক্ট রেশিও ১৮:৯। ডিসপ্লেটি ফাইভ ফিঙ্গার পর্যন্ত মাল্টিটাচ সমর্থন করে। এতে ব্যবহার করা হয়েছে ২.৫ডি কার্ভড গ্লাস, যার ফলে বিভিন্ন অ্যাপ ব্যবহারের পাশাপাশি ভিডিও দেখা, গেম খেলা কিংবা ইন্টারনেট ব্রাউজিংয়ে মিলবে দারুণ অভিজ্ঞতা।

প্রসেসর ও র্যাম : প্রিমো এস৬ ইনফিনিটি স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ৬৪ বিটের ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর। তবে অন্যান্য ফিচার বিবেচনায় প্রসেসর আরেকটু দ্রুতগতির হওয়া দরকার ছিল। তবে ৩ গিগাবাইট র্যাম এদিকটা কিছুটা পুষিয়ে দিয়েছে।

ফোনটির গ্রাফিক্স প্রসেসিং ইউনিট হিসেবে ব্যবহার করা হয়েছে মালি টি-৭২০। ফলে ফোনটিতে থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ ছাড়াই ভিডিও স্ট্রিমিং করা যাবে।

মেমোরি : স্মার্টফোনটিতে আছে ৩২ গিগাবাইট বিল্টইন মেমোরি। এছাড়া ২৫৬ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহারের সুবিধাও থাকছে এতে।

ক্যামেরা : স্মার্টফোনের একটি অন্যতম প্রধান অনুষঙ্গ হলো এর ক্যামেরা। ওয়ালটনের এ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত বিএসআই ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, যার অ্যাপারচার এফ/২.০। এছাড়া এ ক্যামেরায় থাকছে ৫পি লেন্স। ক্যামেরায় আছে ফেস ডিটেকশন অটো ফোকাস প্রযুক্তি, যার ফলে মাত্র ০.১ সেকেন্ডেই অবজেক্টকে স্বয়ংক্রিয়ভাবে ফোকাস করা যাবে। ফুল এইচডি ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে রিয়ার ক্যামেরায়।

সেলফির জন্য ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যার অ্যাপারচার এফ/২.২ এবং এতে ব্যবহার করা হয়েছে ৪পি লেন্স। এছাড়া এ ক্যামেরাতে হাই ডেফিনেশন ভিডিও ধারণ করার সুবিধাও থাকছে।

অন্যান্য ক্যামেরা ফিচারের মধ্যে আছে ফেস বিউটি, ডিজিটাল জুম, সেলফ টাইমার, টাচ শট, এইচডিআর, টাইম ল্যাপস, স্লো মোশন, প্যানরোমা প্রভৃতি।

অপারেটিং সিস্টেম : প্রিমো এস৬ ইনফিনিটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও।

ব্যাটারি : স্মার্টফোনটিতে রয়েছে ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। থাকছে রিভার্স চার্জিং প্রযুক্তি, যার মাধ্যমে ফোনটি থেকে অন্য ফোন চার্জ দেওয়া যাবে।

নিরাপত্তা ফিচার : ওয়ালটনের এই ফোনে তিন ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এতে আছে ফেস আনলক প্রযুক্তি, যার মাধ্যমে ব্যবহারকারী তার মুখাবয়ব ব্যবহার করে ফোন আনলক করতে পারবেন। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও স্ক্রিনলক পাসওয়ার্ড তো থাকছেই।

অন্যান্য ফিচার : বিল্টইন ডিটিএস মিউজিক সিস্টেমসহ ভার্চুয়াল সারাউন্ড সাউন্ড, স্প্লিট উইন্ডো, স্ক্রিন রেকর্ডার, স্মার্টআই প্রকেটশন প্রভৃতি সুবিধাও পাওয়া যাবে স্মার্টফোনটিতে।

দাম : স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৯৯০ টাকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads