সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে এক উজ্জ্বল নক্ষত্রের নাম। ইতিমধ্যে ছুঁয়েছেন বিভিন্ন মাইলফলক। তার একটির পর একটি রেকর্ড বাংলাদেশকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।
তারই ধারাবাহিকতায় আজও একটি রেকর্ড গড়লেন বাংলাদেশ ক্রিকেটের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট পেলেন তিনি। এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার এই মাইলফলকটি ছুঁতে পারেননি।
 
                                 
                                 
                                         
                                         
                                         
                                        





