উপজেলা পরিষদ নির্বাচনে রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য বর্তমান পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল মনোনয়ন দাখিল করেছেন।
আজ রোববার দুপুরে পীরগঞ্জ নির্বাচন অফিসার আহসান হাবীবের কাছে তিনি এই মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় ইউনিয়ন, উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন এবং সুশীল সমাজের নেতারা তার সঙ্গে ছিলেন।
পরে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ মকবুল হোসেন সর্দার, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খলিলুর রহমান খলিল ও প্রার্থী নূর মোহাম্মদ মন্ডল।