পাবনায় শহরের পরিচ্ছন্নতায় চেম্বার অব কমার্সের উদ্যোগে ডাস্টবিন বিতরণ

পাবনা চেম্বার অব কমার্সের উদ্যোগে শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন বিতরণ করা হয়

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

পাবনায় শহরের পরিচ্ছন্নতায় চেম্বার অব কমার্সের উদ্যোগে ডাস্টবিন বিতরণ

  • পাবনা প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ ফেব্রুয়ারি, ২০১৯

পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে শহরের বিভিন্ন মার্কেট, শপিং মল ও বাজারে ডাস্টবিন বিতরণ করা হয়েছে।

আজ শনিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহসভাপতি ও মাসপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী মর্তুজা বিশ্বাস সনির সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাবনা পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. রিয়াজুল হক, ৩ নং ওয়ার্ড কাইন্সলর শেখ মোহাম্মদ ইকবাল, পাবনা চেম্বারের সহ-সভাপতি ফোরকান রেজা বিশ্বাস বাদশা, পরিচালক সাংবাদিক এবিএম ফজলুর রহমান, জাহিদ হোসেন জামিম, মো. মাসুদুর রহমান মিন্টু, ফরিদুল ইসলামসহ বিভিন্ন মাকের্টের সভাপতি সাধারণ সম্পাদকগণ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শহরকে সুন্দর রাখতে প্রতিটি নাগরিকের যেমন দায়িত্ব রয়েছে তেমনি ব্যবসায়ীদের দায়িত্বও কম নয়। সামাজিক দায়বদ্ধতা থেকে পাবনা চেম্বার শহরকে সুন্দর রাখতে পৌরসভাকে সার্বিক সহায়তা করবে। প্রতিটি মার্কেটে পর্যাপ্ত পরিমান ডাস্টবিন প্রদান করা হবে। ময়লা আর্বজনা নির্দিষ্ট ডাষ্টবিনে ফেলবেন। পৌরসভা নিদিষ্ট স্থান থেকে প্রতিদিন সেই সব বর্জ্য নিজ দায়িত্বে নিয়ে যাবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads