দুর্ঘটনা

পনেরো মাসে সড়কে ৮ হাজারের বেশি প্রাণহানি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২ ফেব্রুয়ারি, ২০২১

সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর হওয়ার ১৫ মাসের মাঝে সড়কে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ২১০ জন। ২০১৯ সালের ১ নভেম্বর আইনটি কার্যকর হয়। চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ১৫ মাসে সড়কে এমন প্রাণহানি হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। গতকাল সোমবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, আইন হওয়ার পর এ পর্যন্ত ৬ হাজার ৪৩৩টি সড়ক দুর্ঘটনা হয়েছে। আর এতে আহত হয়েছেন ১২ হাজার ৯১ জন। এর আগে, চলতি বছরের জানুয়ারিতে এক সংবাদ সম্মেলনে ২০২০ সালে সড়কে হতাহতের একটি পরিসংখ্যান দিয়েছিল যাত্রী কল্যাণ সমিতি। সেখানে বলা হয়েছিল, গত বছর সড়ক দুর্ঘটনায় ছয় হাজার ৬৮৬ জন নিহত এবং আট হাজার ৬০০ জন আহত হন। গত বছর সড়কে চার হাজার ৮৯১টি দুর্ঘটনা ঘটে।

যাত্রী কল্যাণ সমিতি আরো জানায়, ২০২০ সালে রেলপথে ৩২৩টি দুর্ঘটনায় মারা যান ৩১৮ জন, আহত হন ৭৯ জন। ১৮৩টি নৌ-দুর্ঘটনায় মারা যান ৩১৩ জন, আহত হন ৩৪২ জন এবং নিখোঁজ হন ৩৭১ জন। বিগত বছরে দুর্ঘটনার শিকার যানবাহনের মধ্যে ১৮ দশমিক ৯৯ শতাংশ ছিল বাস, ২৯ দশমিক ৮১ শতাংশ ট্রাক ও কাভার্ডভ্যান এবং ২১ দশমিক ৪ শতাংশ মোটরসাইকেল। পরিসংখ্যান বলছে, ৮০ শতাংশ সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে কোনো মামলা হয় না। ২০ শতাংশ ক্ষেত্রে মামলা হলেও সাজা হয় মাত্র ১ শতাংশ। এ বিষয়ে মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতিবছর প্রতিবেদন তৈরি করা হয়। সেসব প্রতিবেদনের সমন্বয় করে সড়ক আইন কার্যকরের পরবর্তীতে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা নির্ণয় করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনায় আহতদের নগদ ৫ লাখ টাকা এবং নিহত পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ২০ লাখ টাকা দেওয়ার দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। এছাড়া জরুরিভিত্তিতে আর্থিক সহায়তা তহবিল, ট্রাস্টি বোর্ড এবং সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিধিমালা প্রণয়নেরও দাবি জানিয়েছে সংগঠনটি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোজাম্মেল হক বলেন, ইতোমধ্যে আমরা জেনেছি, আহতদের ক্ষতিপূরণ কমে তিন লাখ ও নিহতদের পাঁচ লাখ করার পাঁয়তারা চলছে। এ কারণে সাধারণ মানুষের পক্ষে আমরা আইন অনুযায়ী ক্ষতিপূরণ দাবি করছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads