নোয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সেনবাগে দুর্ঘটনা কবলিন সিএনজি চালিত অটোরিকশা

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

নোয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩ ডিসেম্বর, ২০১৮

নোয়াখালীর সেনবাগে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও দুইজন।

আজ সোমবার দুপুর ১টার দিকে উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের তিনপুকুরিয়া এলাকার সেবারহাট বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- আলেয়া বেগম (৩২) ও সিএনজি অটোরিক্সার চালক মো. ইসমাইল হোসেন (৩৫)।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সোমবার বেলা দুইটার দিকে সেবারহাট বাজারের সামনে চট্টগ্রাম থেকে থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী শাহী সার্ভিসের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়। এ সময় আরও দুইজন গুরুতর আহত হন। আহতের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ফেনী-নোয়াখালী সড়ক অবরোধ করে রাখে।  এসময় রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।  পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads