বগুড়ার শেরপুরে ররোয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি ঘরে ঢুকে পড়েছে কাভার্ড ভ্যান। এ ঘটনায় কাজলী খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল ৭টায় শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকাগামী কাভার্ডভ্যান শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি ঘরে ঢুকে পড়ে। এ সময় ররোয়া গ্রামের গহর আলীর স্ত্রী কাজলী খাতুন (৪০) ঘরের ভেতর রান্না করা অবস্থায় কাভার্ডভ্যানটির চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয়।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. রতন হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর ঘটনার বিষয়টি নিশ্চত করে বলেন, কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





