নির্বাচনে সহিংসতা সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, নির্বাচনি বিরোধ বা সহিংসতায় কাউকে হত্যা করা হলে, তার স্ত্রী-সন্তানের দীর্ঘশ্বাস সবাইকে তাড়া করে মারবে। আমাকেও বাদ দেবে না। তাই সবার কাছে অনুরোধ- কোন পরিবারের দীর্ঘশ্বাস বহন করবেন না। ।
আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলায়তনে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয় নিয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফা জহুরার সভাপতিত্বে এসভায়, নির্বাচন কমিশনার বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পর্যাপ্ত বিজিবি, র্যাব ও পুলিশ সদস্য মোতায়েন করা হবে। আপনাদের পেটানো বা গুলি চালানোর জন্য নয়। যদি কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করেন তা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রর্থীগণ।
 
                                 
                                 
                                         
                                         
                                         
                                        





