নির্বাচনী এলাকায় যেতে পারছি না : মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ

সংগৃহীত ছবি

নির্বাচন

নির্বাচনী এলাকায় যেতে পারছি না : মওদুদ

  • নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ ডিসেম্বর, ২০১৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকার যত অপকৌশলই করুক না কেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ফাঁদে পা দেব না। দেশের নির্বাচনে ন্যূনতম কোনো পরিবেশ নেই। তবুও আমরা এখন পর্যন্ত টিকে আছি। গতকাল শনিবার সকালে নোয়াখালী আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মওদুদ বলেন, একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এমন বিশ্বাসে হাজারো প্রতিকূলতা থাকা সত্ত্বেও আমরা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিই। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে আমাদের প্রতি অত্যাচার ও নির্যাতনের মাত্রা তীব্রতর করেছে সরকার। পুলিশ, সিভিল প্রশাসন সরকারের নিয়ন্ত্রণে কাজ করছে। জনগণের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। গত তিন দিনে ২০০ নেতাকর্মীকে আহত করা হয়েছে। ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন জায়গায় বিএনপির প্রচারণার মাইক ভেঙে ফেলা হয়েছে।

তিনি বলেন, এটাই বাংলদেশের প্রথম নির্বাচন যে নির্বাচনে বেআইনি অস্ত্র উদ্ধারে সরকার বা নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এটি নির্বাচনী উৎসব নয়, জাতীয় ট্র্যাজেডি। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমি আমার নির্বাচনী এলাকায় যেতে পারছি না।

মওদুদ আরো বলেন, আমাদের বিশ্বাস ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদেরের জেলায় একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু মন্ত্রী নিজেই সব প্রটোকল নিয়ে নির্বাচনী গণসংযোগ করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন।

সংবাদ সম্মেলনে নোয়াখালীর ৬ সংসদীয় আসনের বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী বরকতউল্লা ভুলু, মো. শাহজাহান, জয়নাল আবদিন ফারুক, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ফজলুল আজিম উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads