নিউইয়র্কের ঘরে ঘরে করোনা আক্রান্ত রোগী। প্রতিদিনই সেখানে মরছে মানুষ, দিন যায় লাশের সংখ্যা বাড়ে। করোনা আতঙ্কে ঘরবন্দী মানুষ। সেই অবস্থায় থেকেও দেশের মানুষের কথা ভুলে যাননি প্রবাসী বাংলাদেশি নাঈম আহমেদ।
তিনি নিজে বিপদে থেকেও নিজের জন্মস্থান গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাদার্ত্তী গ্রামের প্রায় ৩০০ পরিবারের জন্য খাদ্য উপহার পাঠিয়েছেন।
নিজ গ্রামের অসহায় কর্মহীন মানুষগুলোর জন্য প্রতিনিয়তই বিভিন্ন মাধ্যমে খোঁজ-খবর নিচ্ছেন। পাঠাচ্ছেন তাদের জন্য খাদ্য উপহার। প্রবাসে থেকেও শিকরের মানুষগুলোর অভাবের কথা শুনে সব সময়ই এগিয়ে এসেছেন।
বিশ্বব্যাপী কোভিড-১৯ বাংলাদেশেও মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশ সরকারের নির্দশনা মেনে যারা ঘরে রয়েছে সেই সব কর্মহীন মানুষগুলোর সহায়তায় সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছেন। ব্যক্তি উদ্যোগে এগিয়ে এসেছেন আমেরিকা প্রবাসী নাঈম আহমেদ।
প্রবাসী নাঈম আহমেদের পক্ষে বুধবার সকালে ওই গ্রামের ৩০০ পরিবারের ঘরে ঘরে এ খাদ্য উপহার পৌঁছে দিয়েছেন ওই গ্রামের কিছু যুবক।
ভাদার্ত্তী মধ্যপাড়া গ্রামের আবুল কালাম বলেন, নাঈম ভাই আমেরিকার নিউইয়র্কের মৃত্যুপুরীতে বসবাস করেও এক মুহুর্তের জন্য ভুলেনি গ্রামের খেটে খাওয়া মানুষগুলোর কথা। সুযোগ পেলেই করোনা বিষয়ে দেশের মানুষের জন্য নানা যোগাযোগ মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছেন।
স্থানীয় আওয়ামীলীগ নেতা মো. মাজেদুল ইসলাম সেলিম বলেন, জাতীর এই কঠিন সময়ে নাঈম আহমেদের মতো মানুষ খুবই দরকার। কারণ মাথা উচুঁ করে তাঁর এ লড়াই দেশকে রক্ষায় আমাদের অনুপ্রেরণা যোগায়।
তাঁর এ মানবিতকার কারণে ইতিমধ্যে তিনি স্থানীয়ভাবে বেশ প্রশংসিতও হয়েছেন। এ মহাদুর্যোগে একজন মানবিক মানুষ হিসেবে এগিয়ে আসার জন্য তাকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।
এ ব্যাপারে আমেরিকা প্রবাসী নাঈম আহমেদ বলেন, বিদেশে অবস্থান করেও সবসময় চেষ্টা করি দেশের শিকড়ের মানুষগুলোর সাথে যোগাযোগ রাখার। আমি আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করেছি।
দেশের বিত্তবানদের গরীব-দুঃখী মানুষের সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।