না.গঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ওসিসহ আহত অর্ধশত

না.গঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ওসিসহ আহত অর্ধশত

সংগৃহীত ছবি

অপরাধ

না.গঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ওসিসহ আহত অর্ধশত

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৪ ডিসেম্বর, ২০১৮

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বিসিক শিল্পনগরীতে গতকাল সোমবার পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। একটি রফতানিমুখী পোশাক কারখানায় উৎপাদন মজুরি নিয়ে অসন্তোষের জেরে এই সংঘর্ষে ফতুল্লা মডেল থানার ওসিসহ অন্তত ৫০ জন আহত হন।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তেজিত শ্রমিকরা ২০ থেকে ২২টি কারখানা থেকে শ্রমিকদের নামিয়ে আনার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন বেশ কয়েকটি কারখানা ভাঙচুর করা হয়। সংঘর্ষের কারণে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ ছিল।

পুলিশ ও শিল্প মালিকরা জানান, উৎপাদন মজুরি বৃদ্ধি নিয়ে বিসিকে অবস্থিত ফকির অ্যাপারেলস কারখানার শ্রমিকদের মধ্যে তিন দিন ধরে অসন্তোষ চলছিল। কারখানাটিতে ১০ হাজার শ্রমিক কাজ করে। মালিকপক্ষ মজুরি বৃদ্ধি করলেও দাবি অনুযায়ী বৃদ্ধি না হওয়ায় শ্রমিকরা গত রোববার কারখানার অভ্যন্তরে বিক্ষোভ করে। অসন্তোষ নিরসনে কারখানাটির মালিকপক্ষ সোমবার সকালে বিসিক কর্তৃপক্ষ, বিকেএমইএ কর্তৃপক্ষ ও শ্রম অধিদফতরের কর্মকর্তাদের নিয়ে আলোচনায় বসেন। তারা আজ (মঙ্গলবার) বিভিন্ন কারখানার মালিকদের সঙ্গে আলোচনা করে তাদের উৎপাদন মজুরি সমন্বয় করার আশ্বাস দেন। তবে শ্রমিকরা তা মেনে না নিয়ে বিসিকের অভ্যন্তরে বিক্ষোভ শুরু করেন।

পুলিশ ও শিল্প মালিকদের ভাষ্য, সকাল সাড়ে ১০টায় কারখানার শ্রমিকরা কর্মবিরতি দিয়ে রাস্তায় নেমে আসে। ওই সময় বহিরাগত শতাধিক যুবক এসে শ্রমিকদের সঙ্গে যোগ দেয়। তারা মিলে আরো ২০ থেকে ২২টি কারখানার শ্রমিকদের বাইরে আনার চেষ্টা করে। তখন ব্যর্থ হয়ে কয়েকটি কারখানায় হামলা করে ব্যাপক ভাঙচুর শুরু করলে বিসিকে আতংক ছড়িয়ে পড়ে। পুলিশ শ্রমিকদের নিবৃত্ত করার চেষ্টা করলে তারা ইটপাটকেল ছুড়তে থাকেন। পুলিশ পাল্টা অ্যাকশনে গেলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।

ঘণ্টাব্যাপী দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ফতুল্লা থানার ওসি মঞ্জুর কাদের ও ৮ পুলিশ সদস্যসহ প্রায় অর্ধশত সাধারণ শ্রমিক আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, শ্রমিকদের সঙ্গে ফকির নিটওয়্যারের মালিকপক্ষের উৎপাদন মজুরি বৃদ্ধির দাবিতে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা ছিল এই প্রতিষ্ঠানটিতে। সোমবার দাবি না মেনে শ্রমিকদের ছুটি প্রদান করায় তারা বিক্ষুব্ধ হয়ে গার্মেন্ট ভাঙচুর করে ও বিক্ষোভ মিছিল শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।

বিকেএমইএ’র সাবেক সহ-সভাপতি ও বিসিক গার্মেন্ট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম দাবি করেন, যেসব শ্রমিক নেতার বিসিকে প্রবেশ করা নিষেধ, তারাই এখানে হামলা করেছে। পেছন থেকে কেউ ইন্ধন না দিলে এভাবে ভাঙচুর হতো না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads