নারীদের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার : মির্জা আজম

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নারীদের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার : মির্জা আজম

  • জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ মার্চ, ২০১৯

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার নারীদের উন্নয়নে কাজ করছে। নারী শিক্ষার প্রসার ঘটাতে সরকার নানা ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে। জাতীয় সংসদসহ দেশ পরিচালনায় নারীরা অগ্রণী ভূমিকা পালন করছেন।

আজ শনিবার দুপুরে জামালপুরের মাদারগঞ্জে নুরুন্নাহার মির্জা কাশেম মহিলা কলেজের নবনির্মিত আইসিটি ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষা ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে নতুন নতুন একাডেমিক ভবন, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাবসহ শিক্ষা ব্যবস্থায় আধুনিকায়ন করার কাজ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নুরুন্নাহার মির্জা কাশেম মহিলা কলেজের অধ্যক্ষ মরিয়ম বেগম, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সালে সফিক গেন্দা, সাংগঠনিব সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, উপজেলা চেয়ারম্যান ওবায়েদুর রহমান বেলাল ও পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads