নারায়ণগঞ্জে ডিবির ৮ সদস্য প্রত্যাহার

নারায়ণগঞ্জে ম্যাপ

আইন-আদালত

নারায়ণগঞ্জে ডিবির ৮ সদস্য প্রত্যাহার

দুই মামলায় মূল ঘটনা আড়াল

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ অগাস্ট, ২০১৮

নারায়ণগঞ্জ শহরের বরফকল চৌরঙ্গী পার্কের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেখানকার একটি দোকান মালিক ও তার লোকজনের সঙ্গে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের মারামারির ঘটনায় ৮ জনকে সাময়িক প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকালে তাদেরকে ডিবি থেকে প্রত্যাহার করে মাসদাইরে জেলা পুলিশ লাইনে নেওয়া হয়।

এদিকে মারামারির ঘটনায় ডিবির একজন এএসআই বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন, যার একটিতে সরকারি কাজে বাধা ও অপরটিতে ডিবি সদস্যদের ওপর হামলার অভিযোগ তোলা হয়। সোমবার ভোর পৌনে ৪টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ওই মামলাটি দায়ের করা হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন। তবে দুটি মামলাতেই প্রকৃত ঘটনা আড়ালের অভিযোগ উঠেছে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, ঘটনা তদন্তের জন্য তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে ৮ জনকে সাময়িক প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তারা হলেন- ডিবির পরিদর্শক মাসুদুর রহমান, এসআই মিজানুর রহমান ও আবু সায়েম, এএসআই আজিজুর রহমান, দেওয়ান তৌফিক, বকুল মিয়া, আমিনুল হক ও কনস্টেবল লুৎফর রহমান। ঘটনায় যদি ডিবি পুলিশের কোনো কর্মকর্তা দোষী প্রমাণিত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ডিবির দুজন এএসআই চৌরঙ্গী পার্কের পাশের একটি দোকানে ‘মিল্কসেইক’ খেয়ে বিল না দিয়ে চলে আসার সময় বাকবিতণ্ডার জের ধরে ওই ঘটনা ঘটে। তবে মামলায় উল্লেখ করা হয়েছে, গত রোববার রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল দেওয়ার সময় চৌরঙ্গী পার্কের সামনে দুই দল হকারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তখন ডিবির সদস্যরা সেখানে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।

দুটি মামলার একটিতে ৫০ ও অপরটিতে ৩০ অজ্ঞাতজনকে আসামি করা হয়েছে। এ ছাড়া একটি মামলায় ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ও মাইলাইফ নামের ফাস্টফুড দোকান মালিক জালালউদ্দিন, তার স্ত্রী রিনা বেগম, দুই ছেলে আলামিন ও রবিনের নাম উল্লেখ করা হয়। অপর একটি মামলাতে এ চারজনসহ সাইদুরের নাম উল্লেখ করা হয়।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads