নাটোরের সিংড়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা মাঠে এই ঘটনা ঘটে।
নিহত কৃষক আব্দুল মমিন শালমারা গ্রামের মৃত ইব্রাহীম এর ছেলে।
ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জানান, বুধবার বিকেলে কৃষক আব্দুল মমিন চলনবিলের শালমারা মাঠে কাজ করছিলেন। এসময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তার মৃত্যু হয়।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো।