চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বৃহস্প্রতিবার চাঁদাবাজির অভিযোগে দুইটি মামলা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমাম হাসান উজ্জল ও পৌর ছাত্রলীগের সভাপতি সারোয়ার জাহান শুভসহ থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে পৌর ছাত্রলীগের সভাপতি নাচোল মাঠপাড়া’র সাধু মাস্টারের ছেলে সারোয়ার জাহান শুভ নাচোল অটো-সিএনজি চালিত চেইন মাস্টার মুকুল এর কাছে মোবাইল ফোনে ৫ হাজার টাকার চাঁদা দাবি করেন। এসময় মুকুল চাঁদা দিতে রাজী না হলে পরদিন দেখে নেয়ার হুমকি দেয়।
বৃহস্প্রতিবার দুপুরে নাচোল বাসষ্ট্যান্ড মোড়ের রহনপুর সড়কে পৌর ছাত্রলীগের সভাপতি সারোয়ার জাহান শুভ’র নেতৃত্বে ১০/১২জনের একটি দল মোটর সাইকেল ও লাঠি সোটা নিয়ে রহনপুর রোডের মুসাবিশ্বাস এর বাড়ির সামনে হাজির হয়। এসময় অটো চেইন মাস্টার রবিউল ইসলাম রবুর কাছ থেকে চাঁদা দাবি করেন। সে চাঁদা দিতে না চাইলে বেধড়ক লাঠিপেটা করে তাকে। লাঠির আঘাতে রবু আহত হয়ে নাচোল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে’র চিকিৎসা নেন।
ঘটনার পরে অটো সমিতির লোকজন বিষয়টি পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালুর কাছে গেলে তিনি থানায় অভিযোগ দায়েরের পরামর্শ প্রদান করেন। এ ঘটনায় রবু বাদি হয়ে চাঁদাবাজির অভিযোগ এনে চারজনের নামসহ আরো অজ্ঞাত নামা ৮/৯ জনকে আসামি করে মামলা করেন।
অপর দিকে নাচোল গুঠইল গ্রামের আবু সাঈদের ছেলে অটো চালক মশিউর রহমান বাদি হয়ে চাঁদাবাজির অফিযোগ এনে ৭ জন বিবাদীসহ আরো অজ্ঞাত নামা ১০/১২জনকে আসামি করে একটি মামলা করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ নাচোল বাসষ্ট্যান্ড পাড়ার মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে অটো চেইন মাস্টার দুলালকে গ্রেপ্তার করেছে । আজ শুক্রবার আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।





