নরসিংদীর শিবপুরে মদিনা জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে মিলের পাট, সুতা সহ নানা উপকরণ। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে জুট মিলের গোডাউনে আগুনে সূত্রপাত হয়। পরে দমকল বাহিনীর নয়টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
নরসিংদী ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬ টার দিকে মদিনা জুট মিলের পাটের গোডাউনে আগুনের লেলিহান শিখা দেখতে পায়। মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের চারপাশে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে তা পাশের সেকশনগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নরসিংদী সদর, শিবপুর, মাধবদী, পলাশ,ঘোড়াশাল ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূইয়া বলেন,পাটজাত দ্রব্য হওয়া দ্রুত আগুন চারপাশে ছড়িয়েছিল। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি বলে জানান দমকল বাহিনীর এ কর্মকর্তা।