সারা দেশ

নরসিংদীতে প্রেমিকাকে অপহরণ, ৪০ দিন পর উদ্ধার

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ৬ জুলাই, ২০২১

নরসিংদীতে প্রেমিক দ্বারা অপহৃত হওয়ার ৪০ দিন পর কিশোরী প্রেমিকাকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর মনোহরদী উপজেলার নোয়াদিয়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তরের জন্য আদালতে উপস্থাপন করেছে পিবিআই। এর আগে অপহরণের ঘটনায় ওই কিশোরীর বড় ভাই বাদী হয়ে নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, সম্প্রতি পরিবারের অনুমতি ছাড়াই নরসিংদীর মনোহরদীর নোয়াদিয়া এলাকার রাশেদের সাথে প্রেমঘঠিত বিবাহ বন্ধনে আবদ্ধ হয় একই এলাকার কিশোরী (১৬)। পরবর্তীতে পারিবারিকভাবে তার মীমাংসা হলেও সন্তুষ্ট হয়নি প্রেমিক রাশেদ। এরই প্রেক্ষিতে গত ২৬ মে সন্ধ্যায় একই এলাকায় বাড়ির পাশের একটি টিউবওয়েল থেকে পানি আনতে গেলে আগে থেকে ওঁত পেতে থাকা রাশেদসহ অজ্ঞাতনামা কয়েকজনের সহায়তায় কিশোরীকে জোরপূর্বক ধরে সিএনজিতে তুলে অপহরণ করা হয়। পরে কিশোরীর পরিবার সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও কোনো সন্ধান না পাওয়ায় কিশোরীর বড় ভাই বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে আদালত মামলার তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মো. নাসিম জানান, পুলিশ সুপারের নির্দেশে গাজীপুর-নরসিংদীসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনোহরদী উপজেলার নোয়াদিয়ার একটি বন্ধ ঘর থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তরসহ বাকী কার্যক্রম আদালতের নির্দেশে সম্পন্ন করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads