তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় গ্রেফতার অভিনেত্রী-মডেল কাজী নওশাবা আহমেদের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এ আদেশ দেন।
এর আগে, নওশাবা আহমেদকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক রফিকুল ইসলাম।
আদালতে হাজির করা হলে তার আইনজীবী জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম এ এইচ ইমরুল কাওসার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি) । ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাসের জানান, পুলিশ রিমান্ডে থাকা অবস্থায় কাজী নওশাবাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তিনি ডায়রিয়াসহ কয়েকটি রোগে আক্রান্ত। চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
গত ৪ আগস্ট রাজধানীর জিগাতলায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় দুই ছাত্রের মৃত্যু এবং একজনের চোখ তুলে ফেলার গুজব ফেসবুকে ছড়ানোর অভিযোগে উত্তরা এলাকা থেকে নওশাবাকে আটক করে র্যাব। পরে তার বিরুদ্ধে আইসিটি আইনে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়।