“অগ্রগতির মূল কথা, নারী-পুরুষ সমতা” এই শ্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি করা হয়েছে।
বাংলাদেশ গার্ল গাইড্স এসোসিয়েশন বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের আয়োজনে আজ শুক্রবার সকাল ১১ টায় এ উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় উপজেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাদিয়া আফরিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, সরকারী জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খালেক, বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কুলসুম বেগম, বিচিত্রা মৃধা, ইসরাত জাহান, ফিরোজা আক্তারসহ বিদ্যালয়টির ছাত্রী ও বিভিন্ন নেতা কর্মীবৃন্দ।