দেশের বাজারে শাওমির নতুন দুই স্মার্টফোন

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

দেশের বাজারে শাওমির নতুন দুই স্মার্টফোন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১ এপ্রিল, ২০১৯

দেশে বাজারে নতুন দুই স্মার্টফোন এনেছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার রেডমি নোট ৭ ও রেডমি ৭ নামের ডিভাইসগুলো দেশের বাজারে পাওয়া যাবে ৪ এপ্রিল থেকে।

রেডমি নোট ৭ ফোনটিতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট। এর ফ্রন্ট ও রিয়ার উভয় প্যানেলেই রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রযুক্তি। এতে রয়েছে ১৯.৫:৯ ডিউড্রপ নচসমৃদ্ধ ৬ দশমিক ৩ ইঞ্চি এফএইচডি প্লাস ডিসপ্লে, যার রেজ্যুলেশন ২৩৪০ পিক্সেল বাই ১০৮০ পিক্সেল। এর ক্যামেরায় রয়েছে লেটেস্ট এআই ফিচার, নাইট মোড ফটোগ্রাফি ফিচার, এআই স্কিন ডিটেকশন, এআই বিউটি এবং এআই পোর্ট্রেট।

ফোনটির ব্যাটারি ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার। চার্জিংয়ের জন্য ইউএসবি টাইপ-সি ও কুইক চার্জ ৪ প্রযুক্তি ব্যবহার করেছে শাওমি।

ফোনটির ৩ জিবি র্যাম ও ৩২ জিবি রম ভ্যারিয়েন্টের দাম পড়বে ১৭ হাজার ৯৯৯ টাকা, ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম ভ্যারিয়েন্ট ১৯ হাজার ৯৯৯ টাকা। এছাড়া ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম হবে ২১ হাজার ৯৯৯ টাকা।

রেডমি নোট ৭-এর পাশাপাশি রেডমি ৭ ফোনও উন্মোচন করেছে শাওমি। ফোনটিতে রয়েছে ৬ দশমিক ২৬ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যাতে রয়েছে ডিউড্রপ নচ। সঙ্গে চারদিকে বাঁকানো গ্র্যাডিয়েন্ট ডিজাইনের সঙ্গে অল্প পরিমাণ বেজেল। ১৯:৯ অনুপাতের বিশাল এলসিডি ডিসপ্লে গ্রাহকদের অসাধারণ গেমিং এবং ভিডিও দেখার অভিজ্ঞতা দেবে বলে দাবি শাওমির।

ডিভাইসটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩২ চিপসেট, যা কোয়ালকম ক্রাইও ২৫০ অক্টাকোর সিপিইউসম্পন্ন। রয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

রেডমি ৭ ডিভাইসটির ২ জিবি র্যাম ও ১৬ জিবি রম সংস্করণের দাম ১১ হাজার ৯৯৯ টাকা এবং ৩ জিবি র্যাম ও ৩২ জিবি রম সংস্করণের দাম ১৩ হাজার ৯৯৯ টাকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads