দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি বাবুল, সাধারণ সম্পাদক খোকন

দুর্গাপুর প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল ও সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন

সংগৃহীত ছবি

সারা দেশ

দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি বাবুল, সাধারণ সম্পাদক খোকন

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ জানুয়ারি, ২০১৯

নেত্রকোণার দুর্গাপুর প্রেসক্লাবের অষ্টম সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা থেকে পৌর শহরের দেশওয়ালী পাড়া স্থাপিত প্রেসক্লাব কার্যলয়ে অনুষ্ঠিত হবে এই নির্বাচনের ভোট গ্রহন। প্রেসক্লাব মিলনায়তনে দ্বি-বার্ষিক এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি নির্মলেন্দু সরকার বাবুল ও টানা ৬ষ্ঠ বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি তোবারক হোসেন খোকন।

প্রেসক্লাব আহবায়ক নিতাই চন্দ্র সরকার জানান, নির্বাচনে ১৮জন সদস্য তাদের ভোটধিকার প্রয়োগ করেছেন।

অপর দিকে দুর্গাপুর প্রেসক্লাবের এই নির্বাচনকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, সাবেক সংসদ সদস্য ছবি বিশ^াস, নেত্রকোণা জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহমেদ, জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, দুর্গাপুর পৌর মেয়র হাজী মাওলানা আব্দুস সালাম, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, কলামাকান্দা প্রেসক্লাব, উপজেলা শিক্ষক সমিতি, স্থানীয় এনজিও সমন্বয় পরিষদ, উপজেলা শিল্পকলা একাডেমী, জলসিঁড়ী প্রাঙ্গন, উদীচী দুর্গাপুর, মানব কল্যানকামী অনাথালয়, দুর্গাপুর বণিক সমিতি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads