ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বাস দুর্ঘটনা

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে বাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস

ছবি : বাংলাদেশের খবর

দুর্ঘটনা

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বাস দুর্ঘটনা

হেলপার নিহত, আহত শিশুসহ ১৫

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১ জুন, ২০১৯

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে বাস দুর্ঘটনায় এক হেলপার(৪০) নিহত হয়েছে এবং আহত হয়েছেন ২ শিশুসহ ১৫ জন বাসযাত্রী।

আজ শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ভিটিকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি একুশে পরিবহণের হেলপার।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আহত ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত ও নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা মোঃ কবির হোসেন জানান, মহাসড়কের ভিটিকান্দি এলাকায় সোনারগাঁ থেকে ভবেরচরগামী গজারিয়া পরিবহণ নামে একটি যাত্রীবাহী বাসে যাত্রী উঠানামা করছিল। এসময় বেপরোয়াভাবে দ্রুতগতির নোয়াখালীগামী একুশে পরিবহণের একটি যাত্রীবাহী বাস গজারিয়া পরিবহণ এর বাসকে পিছনে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় দুই বাসের সামনের ও পিছনের অংশ। এসময় ঘটনাস্থলেই একুশে পরিবহণ এর বাস হেলপার নিহত হয়। তবে তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা যায়নি। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বাস দুর্ঘটনায় ১৫ জন যাত্রী এসেছে। তারা চিকিৎসা গ্রহণ করছেন। এর মধ্যে গুরুতর আহত ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে।

জানা যায়, অজ্ঞাত নিহত ব্যাক্তি বাসের নিচে চাপা পড়ে ছিল। ফায়ার সার্ভিস বাস কেটে লাশ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত দু’টি বাসই মহাসড়কে দুমড়ে মুচড়ে পরে ছিল। পরে রেকার এনে সরিয়ে নেওয়া হয়। মহাসড়কটির কুমিল্লামুখী দুইলেনে যান চলাচল প্রায় এক ঘন্টা বন্ধ থাকে। রেকার দিয়ে প্রথমে একুশ পরিবহনের বাসটি সরিয়ে নেওয়া হয়। পরে গজারিয়া পরিবহন সরানো হয়। বর্তমানে স্বাভাবিক আছে যান চলাচল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads