ঢাকা উত্তর ও দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নাম আগামীকাল রোববার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তবে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে বলে জানিয়েছে একটি সূত্র।
এদিকে শনিবার সন্ধ্যায় গণভবনে দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ঢাকার এই দুই সিটি নির্বাচনে দলের মেয়র প্রার্থীর নাম রোববার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা উত্তরে বর্তমান মেয়র আতিকুল ইসলামই থাকছেন আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী। অন্যদিকে ঢাকা দক্ষিণে বাদ পড়তে যাচ্ছেন বর্তমান মেয়র সাঈদ খোকন। আসন্ন নির্বাচনে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মেয়র পদে লড়বেন ঢাকা-১০ আসনের বর্তমান সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।
অপরদিকে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। ঢাকা উত্তর সিটিতে দলটির মনোনয়ন পেয়েছেন তাবিথ আউয়াল আর দক্ষিণে মনোনয়ন পেয়েছেন ইশরাক হোসেন।
এর আগে আওয়ামী লীগের ধানমণ্ডির সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে উত্তর ও দক্ষিণে ২০ জন মেয়র পদপ্রত্যাশি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৮ জন এবং উত্তর সিটিতে ১২ জন মেয়র পদপ্রার্থী ছিলেন। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে শনিবার বিকেল ৫টায় মনোনয়ন ফরম বিতরণ ও জমাদানের কার্যক্রম শেষ হয়।
ঢাকার দুই সিটি কর্পোরেশনে আগামী ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইভিএম পদ্ধতিতে।
                                
                                
                                        
                                        
                                        
                                        




