যুক্তরাষ্ট্র

ট্রাম্পের করোনা পরীক্ষা সম্পন্ন

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ১৫ মার্চ, ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত নন বলে জানিয়েছেন হোয়াইট হাউজের চিকিৎসক সিন কনলে।

স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে সিন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সম্পূর্ণ আশঙ্কামুক্ত।  এর আগে শুক্রবার ট্রাম্প করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন।  

এক সপ্তাহ আগে ফ্লোরিডার মার লা গোতে ব্রাজিলিয়ান প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।  যাদের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন।  তখন থেকে ধারণা করা হচ্ছিল, করোনা আক্রান্ত হতে পারেন ট্রাম্প।  

এদিকে এক শীর্ষস্থানীয় ফরাসি রাজনীতিক ব্রুন পোয়েসন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে তার মুখপাত্র। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয় বলেও জানানো হয়েছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads