টাঙ্গাইলের দেলদুয়ারে অগ্নিকান্ড, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

টাঙ্গাইলের দেলদুয়ারে অগ্নিকান্ড, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ ডিসেম্বর, ২০১৮

টাঙ্গাইলের দেলদুয়ারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলা সদরের দক্ষিণ বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৫ টি দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। টাঙ্গাইল ও মির্জাপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লক্ষাধিক বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

বাজারের সভাপতি মো. দুলাল মিয়া জানান, বাসন্তী মিষ্টান্ন ভান্ডারের চুলার আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে।

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, রাত ১টা ৫০ মিনিটে দেলদুয়ার দক্ষিণ বাজারে অগ্নিকান্ডের খবর পেয়ে টাঙ্গাইল ও মির্জাপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। আগুনে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। কি থেকে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান হয়েছে তা তদন্ত কমিটির মাধ্যমে জানানো হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads