কমনওয়েলথ গেমসের ১০০ মিটার দৌড়ের ফাইনাল হয়ে গেছে গতকালই। কিন্তু ঊরুর ইনজুরির জন্য ইভেন্টে অংশ নেননি অ্যাডাম জেমিলি। চোট পেয়েও রোববার ইংল্যান্ডের এই স্প্রিন্টার জোর দিয়েই বলেছিলেন, তিনি দৌড়াবেন। কিন্তু সেমিফাইনালে পেশিতে ফের চোট পেলে নিজের অবস্থান থেকে সরে আসেন।
পরীক্ষা-নিরীক্ষার পর ইংল্যান্ড দলের চিকিৎসকরা জানিয়ে নেন, ১০০ মিটার ফাইনালে অংশ নিচ্ছেন না জেমিলি। সঙ্গে ৪ গুণিতক ১০০ মিটার রিলে থেকেও ছিটকে গেছেন ২০১৪ গ্লাসগো আসরে একই ইভেন্টে রৌপ্যজয়ী ২৪ বছরের এই দৌড়বিদ। চোট যেন জেমিলির নিত্যসঙ্গী। কিছুতেই পিছু ছাড়ছে না তাকে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ২০১৫ ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ মিস করেন জেমিলি। লন্ডন ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চাম্পিয়নশিপের ২০০ মিটারেও ছিলেন দর্শক হয়ে।
 
                                 
                                 
                                         
                                         
                                         
                                        





