কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন প্রবাসী সূর্য সন্তান সংগঠনের উদ্যোগে দুই দফায় গরীব, কর্মহীন ও মধ্যবিত্ত ৪৩৫ পরিবারের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। এরমধ্যে প্রথম দফায় ১৮৫ পরিবারকে খাদ্য সামগ্রী ও দ্বিতীয় দফায় ২৫০ পরিবারকে ঈদ সামগ্রী দেয়া হয়। মঙ্গলবার ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা ও চিওড়া ইউপি চেয়ারম্যান মোঃ একরামুল হক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন প্রবাসী সূর্য সন্তান সংগঠনের সহ-সভাপতি মোস্তফা মমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সায়েদ ফরহাদ, বাংলাদেশ শাখার পরিচালক মোঃ রনি মজুমদার, শুভাকাঙ্খী এনামুল হক সুজন, কামরুল ইসলাম, জয়নাল আবেদীনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। পরে সংগঠনের সদস্যরা গাড়িভর্তি খাদ্য সামগ্রী বিভিন্ন গ্রামের গরীব ও কর্মহীনদের বাড়ি বাড়ি পৌঁছে দেয়।
জানা গেছে, করোনা মহামারীর সময়ে সারাদেশের ন্যায় চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের গরীব, অসহায়, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা কর্মহীন হয়ে পড়ে। কর্মহীন পরিবারের সদস্যদের খাদ্য সঙ্কট মেটাতে সরকারের পাশাপাশি চিওড়া ইউনিয়ন প্রবাসী সূর্য সন্তান সংগঠনের উদ্যোগে দুই দফায় ৪৩৫ পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়। গরীব ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা প্রবাসীদের দেয়া অর্থায়নে খাদ্য সামগ্রী উপহার হিসেবে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে গরীব ও কর্মহীন পরিবারের সদস্যদের মাঝে সুষ্ঠুভাবে উপহার সামগ্রী বিতরণ করায় সকলকে ধন্যবাদ জানিয়েছে চিওড়া ইউনিয়ন প্রবাসী সূর্য সন্তান সংগঠনের সভাপতি এম এ হাশেম, সাধারণ সম্পাদক আনিসুল হাবিব, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ উপদেষ্টা ও প্রবাসে থাকা সদস্যবৃন্দ। নেতারা সকল প্রবাসীর জন্য দোয়া কামনা করেছেন।