চলে গেলেন ক্যাসেট টেপ ও সিডির উদ্ভাবক

সংগৃহীত ছবি

তথ্যপ্রযুক্তি

চলে গেলেন ক্যাসেট টেপ ও সিডির উদ্ভাবক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১২ মার্চ, ২০২১

অডিও ক্যাসেট টেপ ও সিডির উদ্ভাবন করে বিপ্লব এনে দেওয়া লোও অটেনস মারা গেছেন। গত শনিবার নেদারল্যান্ডসের ব্রাবান্টের ডুইজেলে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিজ্ঞানী। ডাজনিউজ এমন খবর দিয়েছে।

মৃত্যুর আগে তার বয়স হয়েছিল ৯৪ বছর। প্রকৌশলবিদ্যায় লেখাপড়া করা অটেনস ফিলিপসে তার চাকরি জীবন শুরু করেন।

এটা ১৯৫২ সালের কথা। আট বছর পরে কোম্পানির প্রবর্তিত পণ্য উন্নয়ন বিভাগের প্রধানের দায়িত্ব পান তিনি।

কয়েক বছরের মধ্যে প্রথম বহনীয় টেপ রেকর্ডার উদ্ভাবন করেন অটেনস এবং তার দল। বিশ্বজুড়ে যার লাখ লাখ কপি বিক্রি হয়েছে।

এ ঘটনার বছর দুয়েক পরে পুরনো রিল-টু-রিল অডিও টেপের জায়গায় ক্যাসেট উদ্ভাবন করে সাড়া ফেলে দেন। তিনি বলেন, ভারী রিল-টু-রিল সিস্টেমে আমি বিরক্ত ছিলাম। যে কারণে সুবহনীয় ক্যাসেট আবিষ্কারে মনোযোগ দিয়েছি।

ক্যারিয়ার সম্পর্কে তিনি বলেছেন, সবচেয়ে বড় দুঃখ হলো ফিলিপস পারেনি, তবে সনি তৈরি করে ফেলেছে আইকনিক ক্যাসেট টেপ প্লেয়ার, ওয়াকম্যান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads